শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

তিন পার্বত্য জেলায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

শিজক রিপোর্ট
রাঙামাটি: বন্যা পরিস্থিতিতে তিন পার্বত্য জেলার ১৩ হাজার ৫৯৩ হেক্টর কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) রাঙামাটি অঞ্চলের তথ্যমতে, গত ৪ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত তিন পার্বত্য জেলায় ২৬টি উপজেলার মধ্যে ২১টি উপজেলার ফসলি জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন জেলার মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান জেলায়। তবে বান্দরবান ও রাঙামাটির সব উপজেলা বন্যায় আক্রান্ত হলেও খাগড়াছড়ির ৯ উপজেলার চারটি ক্ষতির সম্মুখীন হয়েছে।

ডিএই’র হিসাবে বান্দরবান জেলায় আউশ এক হাজার ৬৮৪, আমন আবাদ ২ হাজার ৬৮৭, গ্রীষ্মকালীন সবজি ২ হাজার ১৪৫, কলা ও পেঁপে ১ হাজার ৪৮৭, আমন বীজতলা ২৫০ হেক্টর জমিসহ মোট ৮ হাজার ২৫৩ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে।

রাঙামাটি জেলায় আউশ এক হাজার ৫২১, আমন ১ হাজার ৬৯০, গ্রীষ্মকালীন সবজী ৭৩৮, আদা ২৪ এবং হলুদ ২৩ হেক্টর জমির ফসলসহ মোট ৩ হাজার ৯৯৬ হেক্টর জমি ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি জেলার আউশ ধান ১৪৩, আমন বীজতলা ৫৩, আমন আবাদ এক হাজার তিন এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে ৯০ হেক্টরসহ মোট ১ হাজার ৩৪৪ হেক্টর জমির ফসল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল জানান, ‘বন্যা পরিস্থিতির কারণে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা থেকে বান্দরবান জেলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর