বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

দীঘিনালায় স্বেচ্ছাসেবক সম্মিলন

লোকাল করেসপনডেন্ট
দীঘিনালা: ‘এসো বন্ধু, মানবতার সেবায় মিলিত হই’- এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় স্বেচ্ছাসেবক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, দীঘিনালা ব্লাড ফাইটার্স ও স্বপ্নশিখা ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দীঘিনালা হর্টিকালচার সেন্টারে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। এসময় চার সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

সম্মিলনে অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম জাবেদ, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, জেলা রোভারের সম্পাদক প্রভাষক দুলাল হোসেন, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়ক সাংবাদিক পলাশ বড়ুয়া।

আয়োজিত স্বেচ্ছাসেবক সম্মিলনে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর