শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

দীপংকরের ঘোষণা, ‘আধুনিক মহিলা হোস্টেল’ হবে রাঙামাটিতে

শিজক রিপোর্ট
রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার মেয়েরা যেন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য রাঙামাটিতে ‘আধুনিক মহিলা হোস্টেল’ চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি সরকারি মহিলা কলেজে ‘ক্রীড়া ও সংস্কৃতি সমন্বয়ে শিক্ষা হয় পরিপূর্ণ’ এ প্রতিপাদ্যে আয়োজিত বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

দীপংকর তালুকদার বলেন, ‘পাহাড়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক সংকট দূর করতে শিক্ষা মন্ত্রনালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে যাতে শিক্ষার মানবৃদ্ধি হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ‘

তিনি আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুবই আন্তরিক। পার্বত্য অঞ্চলের কোনো কথাই তিনি ফেলে দেন না। আমরা দীর্ঘপথ চলায় পার্বত্য অঞ্চলের উন্নয়নে যতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি প্রধানমন্ত্রী পূরণ করে দিয়েছেন। রাঙামাটিতে দু’টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা ছিল খুব বেশি।’

দীপংকর বলেন, ‘আমি প্রস্তাব রেখেছি, তিনি বাস্তবায়ন করে দিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাতে তিনি আমাকে নির্দেশনা প্রদান করেছেন, পাহাড়ের প্রতিটি মানুষের উন্নয়নে আরও বেশী উদ্যোগ গ্রহণ করতে। পাহাড়ের মানুষের কল্যাণে যাতে তিনি আরও ভূমিকা রাখতে পারে সেজন্য আমরাও নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছি।’

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামূল হক খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাঙামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক রুপক খীসা, প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইতি সরকারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে রাঙামাটি সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এর আগে, কলেজ লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর