শিজক রিপোর্ট
রাঙামাটি: পার্বত্য জেলা রাঙামাটির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচন সভায় বক্তব্য দিয়ে পদ হারালেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সম্পাদক মো. হেলাল উদ্দিন।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপিতে হেলাল উদ্দিনসহ দুই নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর বন্দর থানা বিএনপির সহ-সভাপতি আবু জহুরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
এর আগে, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের বাণিজ্যিককেন্দ্র হিসেবে পরিচিত রিজার্ভ বাজারে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি সভায় বক্তব্য দেন বিএনপি নেতা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিল মো. হেলাল উদ্দিন।