লোকাল করেসপনডেন্ট
রাজস্থলী: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ঝটিকা অভিযানে জ্বালানি কাঠসহ একটি চাঁদের (জিপ) গাড়ি আটক করেছে বন বিভাগ। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার শফিপুর এলাকায় থেকে জ্বালানি কাঠ বোঝাই গাড়িটি আটক করা হয়।
ধৃতকৃত কাঠের বাজার মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে কাপ্তাই পাল্পউট বাগান বিভাগ।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও বাঙ্গালহালিয়া স্টেশন কর্মকর্তা জাহিদুল হাসান বলেন, জ্বালানি কাঠসহ চাঁদের গাড়িটি বাঙ্গালহালিয়া বিট কাম ষ্টেশন কর্মকর্তার কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে বন মামলা রুজু করা হচ্ছে। অভিযানে অন্যান্য বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।