বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

শিজক রিপোর্ট
রাঙামাটি: যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ পালন করেছে সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ (রোববার) ভোরে সুর্যোদয়ের সঙ্গে সেঙ্গে ৩১বার তপোধ্বনির মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা।

শহিদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এরপর পুলিশ সুপার মীর আবু তৌহিদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার-১ বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

এছাড়া সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর আসর, ওয়ান বাংলাদেশ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, সকাল ৮টায় মারী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করা হয়। এসময় বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

অন্যদিকে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর