বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

রাঙামাটি কলেজে শিক্ষক সংকট নিরসন দাবি পিসিপি’র

শিজক ডেস্ক
রাঙামাটি: রাঙামাটি সরকারি কলেজে শিক্ষক সংকট, পরিবহন, হোস্টেল ও নানা সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে দুইটি সংগঠন। মঙ্গলবার (২২ আগস্ট) রাঙামাটি সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এসব দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।

মানববন্ধনে কলেজ শাখা পিসিপির সাধারণ সম্পাদক সুনীতি বিকাশ চাকমার সঞ্চালনা ও সভাপতি সুমন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থোয়াইক্যজাই চাক, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক টিকেল চাকমা, কলেজ শাখার সহ-সভাপতি অমরজ্যোতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক সোনারিতা চাকমা, কলেজ শাখার সহ-সভাপতি কবিতা চাকমা, শিক্ষার্থী কুর্ণিকোভা চাকমা, প্রেনঙি ম্রো, উমংসিং মারমা ও বাচিং মারমা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিক্ষক সংকটের কারণে রাঙামাটি সরকারি কলেজে নিয়মিত শ্রেণি কার্যক্রম হচ্ছে না। যথাযথ ক্লাস না হওয়ার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের মান যথাযথভাবে উন্নতি হচ্ছে না। কলেজের অন্য বিভাগের বা অন্যবর্ষের শিক্ষার্থীদের যদি পরীক্ষা শুর হয় তখন ক্লাস বন্ধ হয়ে যায়। মানসম্মত ক্লাস রুমের ব্যবস্থা না থাকার কারণে ক্লাস রুমে শিক্ষা গ্রহণে মনোনিবেশ করতে পারছে না শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বিভিন্ন সংকটে জরাজীর্ণ কলেজের ‘নাজেহাল পরিস্থিতি’র দ্রুত নিরসনের দাবি জানান।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর