শিজক রিপোর্ট
রাঙামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি ডাম্পট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সাজেকের উদয়পুর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, নিহত ডাম্পট্রাক চালকের নাম মো. মনু মিয়া (৩৫)। সে কক্সবাজার জেলার বাসিন্দা। ডাম্পট্রাকটি ব্রেকফেল করে খাদে পড়ে যাওয়ায় চালক নিহত হন।
স্থানীয় সূত্রে জানিয়েছে, এন আলম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ডাম্প ট্রাকের ব্রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রাকটির মেরামতের জন্য খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় আসার পথে ডাম্পট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে। এতে চালক নিহত হন। দুর্ঘটনা কবলিত ড্রাম্পট্রাকটি খালী ছিল।
আরও পড়ুন: বাঘাইছড়িতে ডাম্প ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
দীঘিনালা-সাজেক সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের কর্মকর্তা মেজর এইচ এম ইকরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল হক জানান, ‘আমরা একটি ডাম্পট্রাক খাদে পড়ে চালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল দুর্গম এলাকায়।’