বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

৩ দিনের অবরোধে নাশকতা ঠেকাতে প্রশাসনের বিজ্ঞপ্তি

শিজক রিপোর্ট
রাঙামাটি: বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধ কর্মসূচিতে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এক জরুরি বিজ্ঞপ্তিতে নাশকতামূলক ঘটনা ঘটলে বা সম্ভাবনা দেখা দিলে প্রশাসনকে অবহিত করতে অনুরোধ জানিয়েছেন।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ চলাকালীন রাঙামাটি পার্বত্য জেলায় কোনো ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হলে বা সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম (মোবাইল: ০১৮৯৪৯৫০১২৩ টেলিফোন: ০২৩৩৩৩৭১৭২২) অথবা ৯৯৯ এ ফোন করে অবহিত করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।”

গত রোববার (২৯ অক্টোবর) সারাদেশে ঢিলেঢালাভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালনের পর আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৭২ ঘন্টার সড়ক, নৌ ও রেলপথে অবরোধের ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই দাবিতে হরতালের মতো অবরোধ কর্মসূচিরও ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অবরোধ কর্মসূচি শুরুর আগের দিন রাতেই নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে বিজ্ঞপ্তি জারি করেছে রাঙামাটির প্রশাসন।

এদিকে,বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের কারণে রাঙামাটি আদালতের অফিস সহায়ক কর্মচারী পদের পরীক্ষা ‘অনিবার্য কারণঃবশত’ উল্লেখ করে স্থগিত করেছে নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি।

নিয়োগ কমিটি সূত্র জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর অফিস সহায়ক পদে পরীক্ষা হওয়ার কথা ছিল।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর