শিজক ডেস্ক
রাঙামাটি : জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল হারিয়ে যাওয়া আরও ১৫টি মোবাইল ফোন উদ্ধারে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। সেল গঠনের পর থেকে এ পর্যন্ত ১৫১টি মোবাইল উদ্ধারের কথা জানিয়েছে জেলা পুলিশ। যার বাজারমূল্য ৩০ লাখ ২০ হাজার টাকা।
তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে সবশেষ ধাপে উদ্ধার করা ১৫টি মোবাইল ফোন মঙ্গলবার (২০ জুন) সকালে হস্তান্তর করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মোবাইল হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শাহ ইমরান।
আরও পড়ুন: রাঙামাটির পুলিশ উদ্ধার করল আরও ২৮টি মোবাইল
এসময় ফোন ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিহার বিন্দু চাকমা বলেন, ‘গত বছরের ১৪ জুন আমার জেঠিমার ফোনটি বাসা থেকে চুরি হয়ে যায়। পরে দুজনে থানায় গিয়ে জিডি করি। এরপর বছর শেষেও উদ্ধার না হওয়ায় মনে করেছিলাম ফোনটা আর পাব না। আজ (মঙ্গলবার) ফোনটা পেয়ে জেঠিমা খুশি হয়েছেন।’
আরও পড়ুন: চুরি হওয়া আরও ২৪টি মোবাইল উদ্ধার রাঙামাটিতে
এদিকে, রাঙামাটির পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ বলেন, ‘জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠন হয়েছে ছয় মাসের মতো সময় হয়েছে। এর মধ্যে আমরা ১৫১টি মোবাইল ফোন দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পেরেছি। এক্ষেত্রে দেখা গেছে যাদের কাছ থেকে ফোনগুলো উদ্ধার করা হয়ে থাকে; তাদের বেশিরভাগই কারো না কারো থেকে ফোনগুলো কিনে নিয়ে ব্যবহার করে থাকেন। মোবাইলগুলো রাউন্টিং হয়ে থাকে।’